India & World UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রী হলেন দুর্নীতিবাজদের মাথা, মন্তব্য রাহুল গান্ধীর
ওয়েটুবরাক, 17 এপ্রিলঃ ইলেক্টোরাল বন্ড নিয়ে ফের মুখ খুললেন রাহুল গান্ধী। বুধবার লখনউয়ে সাংবাদিক বৈঠকে বলেন, সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ড বাতিল করেছে। আসলে ওই বন্ড ছিল বিশ্বের বৃহত্তম তোলাবাজি। আর দেশবাসী এবং যে ব্যবসায়ীরা ইলেক্টোরাল বন্ডে টাকা ঢেলেছেন তাঁরা বুঝে গিয়েছেন প্রধানমন্ত্রী হলেন দুর্নীতিবাজদের মাথা।
রাহুল বুধবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনি কথায় কথায় স্বচ্ছতার কথা বলেন। সাহস থাকে তো দিন তারিখগুলি প্রকাশ করুন, কবে ইলেক্টোরাল বন্ডে কোন কোম্পানি বিজেপিকে টাকা দিয়েছে এবং বিনিময়ে সরকারি কাজের বরাত পেয়েছে অথবা ইডি-সিবিআই মামলা প্রত্যাহার করে নিয়েছে। এই সব প্রশ্ন তুলেই কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজদের মাথা বলেছেন।
কংগ্রেসের প্রচারেও ইলেক্টোরাল বন্ড গুরুত্ব পাচ্ছে। ওই বন্ডের সুত্র ধরেই কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তাদের পুরনো স্লোগান, ‘চাঁন্দা দো, ধান্দা লো’ প্রচারে ফিরিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই স্লোগান ভাইরাল করেছে বিরোধী দল। কংগ্রেসের অভিযোগ, বিজেপিকে বন্ডের মাধ্যমে টাকা দিয়ে বহু কোম্পানি সরকারি কাজের বরাত পেয়েছে। প্রসঙ্গত, ইলেক্টোরাল বন্ড বাবদ জমা অর্থের পঞ্চাশ ভাগের কাছাকাছি পেয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে আছে তৃণমূল। তৃতীয় স্থানে কংগ্রেস।