HappeningsBreaking News
পুরবোর্ড ছাড়া কর বাড়ে কী করে, প্রশ্ন সুস্মিতার
ওয়েটুবরাক, ১৯ জুলাইঃ শিলচর পুরসভায় কিছুদিন পর পর বিভিন্ন ফর্মের মূল্য বাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ল জলকরও। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, এটা কি কারও মৌরসী পাট্টা যে যখন-তখন যা-তা সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন। তাঁর প্রশ্ন, নির্বাচিত বোর্ড ছাড়া পুরসভা কী করে ফর্মের দাম বাড়িয়ে দেয়, জলকর বাড়িয়ে দেয়। অফিসারদের কি সেই ক্ষমতা আছে।
পুরসভা চালানোর জন্য করবৃদ্ধি করতেই হবে, জেলাশাসকের এই যুক্তি খণ্ডন করে তিনি সরকারি দফতরের বকেয়া পুরকর আদায় করতে পরামর্শ দেন। বলেন, সরকারি দফতরগুলির কাছে যত টাকা পুরসভার পাওনা রয়েছে, এর অর্ধেকও যদি সংগ্রহ করা যায, তবে জনগণের ওপর করের বাড়তি বোঝা চাপাতে হবে না। তাঁর কথায়, বিশেষ পরিস্থিতিতে অফিসার পুরসভা চালাতে পারেন, কিন্তু নির্বাচিত বোর্ড ছাড়া করহার বৃদ্ধি পুরো বেআইনি।
রাজ্যসভার সদস্যা সুস্মিতা বিভাগীয় মন্ত্রী অশোক সিংঘলের বক্তৃতা ও শিলচরের নতুন সাংসদ পরিমল শুক্লবৈদ্যর কার্যকলাপের সমালোচনা করেন। অশোক বলে গিয়েছেন, মামলাটি শেষ হয়ে আসছে। শীঘ্রই পুর করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সুস্মিতার জিজ্ঞাস্য, মামলা শেষ হয়ে আসছে, এ কথা মন্ত্রী জানলেন কী করে। তবে কি তাদেরই কেউ মামলাটি করেছিলেন। এ দিকে, নতুন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পদাধিকার বলে সদস্যদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। তাতে শুধু বিজেপির জেলা সভাপতিকে তিনি ডেকে নিয়েছেন। অন্য কোনও দলের কোনও প্রতিনিধি সেই বৈঠকে যাওয়ার সুযোগ পাননি।