Barak UpdatesHappenings
পায়েসে বিষক্রিয়া, পাথারকান্দিতে বৃদ্ধার মৃত্যু, হাসপাতালে ৬
১৩ জুলাইঃ নিজের ঘরে তৈরি পায়েসে বিষক্রিয়ায় পাথারকান্দিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। একই পরিবারের আরও ৬জন বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিতসাধীন। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। পরিবারের সদস্যদের সন্দেহ, পায়েসের দুধ থেকেই বিষক্রিয়া হতে পারে। বাজার থেকে শনিবার সকালেই খোলা গুড়োদুধ কিনে আনা হয়েছিল। সেই দুধেই পায়েস তৈরি হয়। তা খেতেই বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সবাইকে পাথারকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আল্পনা শুক্লবৈদ্য(৩৮), অমিতা শুক্লবৈদ্য(১৬) ও রাজ শুক্লবৈদ্য(১)-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকিদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় পাথারকান্দি থানার অন্তর্গত দোহালিয়া-ফরিদকোণা জিপির ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ৬০ বছরের শ্যামলা শুক্লবৈদ্যের। করিমগঞ্জে চিকিতসাধীন রয়েছেন রাজু শুক্লবৈদ্য(৩৫), শুক্লা শুক্লবৈদ্য(৩০), রিপন শুক্লবৈদ্য (১৪), সুমিতা শুক্লবৈদ্য(১৫), প্রিয়াঙ্কা শুক্লবৈদ্য(১৩) ও সুজাতা শুক্লবৈদ্য(৬)।
পুলিশ পায়েস ও দুধের নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। দোহালিয়া-ফরিদকোনা জিপির সভাপতি দীপঙ্কর দেব বলেন, কেউ দুধ বা পায়েসে পরিকল্পিতভাবে বিষ জাতীয় কিছু মিশিয়ে দিতে পারে। তিনি পুলিশকে গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করতে অনুরোধ জানান।
English text here