Barak UpdatesHappeningsBreaking News
পাঁচগ্রামে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ওয়ে টু বরাক, ৩ এপ্রিল : পাঁচগ্রামের পলারপার এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃত যুবক সাহিদ আহমেদ লস্করের বাড়ি কালীনগর প্রথম খণ্ডে। সোমবার সকাল ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
একই জায়গায় রেল লাইনে ট্রেনের ধাক্কায় বিভিন্ন সময়ে ছয়জনের মৃত্যু। যাতায়াতের রাস্তা না থাকায় রেল লাইন দিয়েই এলাকার জনগণকে যাতায়াত করতে হয়। বারবার বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কাছে রাস্তার নির্মাণ করার জন্য আবেদন জানানোর পরও বিধায়ক এ নিয়ে নীরব ভূমিকা পালন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার জনগণ।
স্থানীয় বাসিন্দা হুসেন আহমেদ সহ অন্যরা জানান, এখন পর্যন্ত এই জায়গায় রেল দুর্ঘটনায় মোট ছয় জনের মৃত্যু হয়েছে। আর কতজনের মৃত্যু দেখতে চান বিধায়ক নিজাম? এমনই প্রশ্ন তাদের।
শুক্রবার রোজা রেখে সকাল নয়টার সময় কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে সাহিদ আহমেদ লস্করের। এক বছর আগে বিয়ে হয়েছে সাহিদের। বাঘমারা- জনকিবাজার বাইপাসের নির্মীয়মান ওভারব্রিজের নীচে রেল লাইনে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, এদিন সাহিদ কালীনগর প্রথম খণ্ডে থাকা বাড়ি থেকে বদরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় রেল লাইনের উপর দিয়ে। শিলচর থেকে আগরতলা অভিমুখে যাওয়া যাত্রীবাহী ট্রেন পিছন থেকে এসে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন রেল পুলিশ ও পাঁচগ্রাম পুলিশ। হাইলাকান্দি সিভিল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত সাহিদের বড় ভাই আব্দুল ওয়াহিদ লস্কর বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর কাছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবারও রাস্তাটি নির্মাণ করে দেওয়ার অনুরোধ জানান।