NE UpdatesHappeningsBreaking News

পরকীয়ায় লামডিঙে গুলির সুপারি, গ্রেফতার ৭

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর : ২৪ ঘণ্টার মধ্যে লামডিঙের গুলিচালনার রহস্য উন্মোচন করল পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে সাতজনকে৷ পরকীয়ার জেরে খুনের সুপারি দিয়ে বিহার থেকে আনা হয়েছিল দুই দুষ্কৃতীকে৷ এরাই শুক্রবার রাতে লামডিঙে বাইকে চেপে খুব কাছে থেকে অবসরপ্রাপ্ত রেল কর্মী তরুণ চক্রবর্তীকে গুলিবিদ্ধ করে৷ পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে বঙ্গাইগাঁও থেকে মোহন কুমার ও পাণ্ডব কুমার নামে ওই দুই দুষ্কৃতীকে ধরে আনে৷

Rananuj

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রেলকর্মী অনিল মালাকার ও বুলটি চক্রবর্তীর কথা জানতে পারেন তাঁরা৷ এরাই মোহন কুমার ও পাণ্ডব কুমারকে তরুণ খুনের সুপারি দিয়েছিল৷ পুলিশ পরে অনিল-বুলটিকেও গ্রেফতার করে৷ মাথা ও গলায় গুলিবিদ্ধ তরুণ চক্রবর্তী এখন আশঙ্কাজনক অবস্থায় লামডিং রেল হাসপাতালে চিকিৎসাধীন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker