Barak UpdatesHappeningsFeature Story

পথচলতি জনতার সঙ্গে নববর্ষ পালন করল ‘সাহায্যের হাত’

ওয়েটুবরাক, ১৫ এপ্রিল : সর্বভারতীয় সিলেটি ফোরামের অঙ্গ ‘সাহায্যের হাত’ এবার বাংলা নববর্ষের দিনটি একটু অন‍্যরকম ভাবে পালন করেছে। কোনও আনুষ্ঠানিকতা বা দর্শক-শ্রোতাদের আহ্বান নয়, ১৪২৯ বঙ্গাব্দের পয়লা বৈশাখের দিনটি তাঁরা কাটান বাজারমুখী পথচলতি জনতার সঙ্গে৷ আলাপ-পরিচয় করে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মাধ‍্যমেই নববর্ষ পালন করেন তাঁরা।

Rananuj

শিলচর লিঙ্করোড পয়েন্টে ‘সাহায্যের হাত’-এর একঝাঁক কর্মকর্তা এই ব‍্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বৃস্টিভেজা নববর্ষের সকালের এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মত। সর্বভারতীয় সিলেটি ফোরামের এই উদ‍্যোগকে সাধুবাদ জানান সবাই৷  ‘সাহায্যের হাত’-এর সমস্ত সদস‍্যদের ভূয়সী প্রসংসা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker