Barak UpdatesHappeningsBreaking News
নেট্রিপে ফেরানোর পথে ফাঁকা ইভিএম ভাঙচুর, চুরির অভিযোগে গাড়িতে হামলা
ওয়েটুবরাক, ১ এপ্রিলঃ অব্যবহৃত ইভিএম নেট্রিপে ফেরানোর পথে একদল জনতার রোষের মুখে পড়লেন গাড়িচালক ও নিরাপত্তা রক্ষী। ভোট-চুরি করে ইভিএম নিয়ে এসেছে, এই অভিযোগে তাদের ওপর চড়াও হয়। উত্তেজিত জনতা কোনও কথা রাজি হয়নি। ইভিএমগুলো গাড়ি থেকে নামিয়ে ভাঙচুর চালায়। গাড়িতেও হামলা চালায়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এ বার প্রতি বিধানসভা আসনে একটি করে ইন্টারমিডিয়েট স্ট্রং রুম তৈরি করা হয়েছিল। কোথাও ইভিএম খারাপ হলে যেন নেট্রিপের স্ট্রংরুমে ছোটাছুটি না করে কাছাকাছি এলাকা থেকে দ্রুত ইভিএম পৌঁছে দেওয়া যায়, সে জন্য তৈরি করা হয়েছিল ওইসব ইন্টারমিডিয়েট স্ট্রংরুম। বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষ হয়ে গেলে ইন্টারমিডিয়েট স্ট্রংরুম থেকে অব্যবহৃত ইভিএমগুলি গাড়ি করে নেট্রিপে আনা হচ্ছিল। তখনই এই ঘটনা ঘটে। প্রথমে লক্ষীপুরের অব্যবহৃত ইভিএমবাহী গাড়িতে হামলা চালানো হয়। পরে এই ধরনের আরও একটি গাড়ি হামলার শিকার হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।