India & World UpdatesHappeningsBreaking News
নবনির্বাচিত অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অসমের এনডিএ সাংসদদের
নতুনদিল্লি, ২৮ জুন : লোকসভার অধ্যক্ষ হিসেবে টানা দ্বিতীয়বার শপথ গ্রহণ করা ওম বিড়লার সঙ্গে শুক্রবার সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অসমের নবনির্বাচিত এনডিএ সাংসদরা। অধ্যক্ষ বিড়লাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে অসমের সাংসদরা তাঁর সঙ্গে বার্তালাপে মিলিত হন। এই সাক্ষাতের সময় কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবার নতুন নির্বাচিত সাংসদদের অধ্যক্ষের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
রাজস্থানের কোটা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করা ওম বিড়লা গত ২৬ জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের প্রথম দিন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যক্ষ হিসেবে ওম বিড়লার নাম প্রস্তাব করার পর তাতে সমর্থন জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এরপর ধ্বনি ভোটে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি।
অসমের এনডিএ সাংসদদের এই প্রতিনিধি দলে সর্বানন্দ সোনোয়াল ছাড়াও পরিমল শুক্লবৈদ্য, কামাখ্যা প্রসাদ তাসা, বিজলী কলিতা মেধি, দিলীপ শইকিয়া, রঞ্জিত দত্ত, অমর সিং তিসো, অগপর সাংসদ ফণীভূষণ চৌধুরী এবং ইউপিপিএল-এর সাংসদ জয়ন্ত বসুমাতারিকে দেখা গিয়েছে।