Barak UpdatesCultureBreaking News
নজরুল জয়ন্তীতে এসো বলি, দশ শিশুর কণ্ঠে ‘লিচুচোর’
27 মেঃ লকডাউনের দরুন নজরুল জয়ন্তীতেও ‘এসো বলি’ অনলাইন অনুষ্ঠানের আয়োজন করে। তাতে দশ শিশুর কণ্ঠে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘লিচুচোর’ পরিবেশিত হয়। চল্লিশ লাইনের ছড়াটি সবাই চার লাইন করে আবৃত্তি করে। এ আসলে এক অনলাইন ভিডিও উপস্থাপনা। ‘হাওয়ায উড়ায় রাঙায় কিরণ’ শীর্ষক এই উপস্থাপনার শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন ঋতুপর্ণা পাল রুদ্রগুপ্ত। আবৃত্তির শিশুশিল্পীরা হল–সৌরিক দে, সানভি পাল, অদৃতা দত্ত, লালা প্রিয়ঙ্কর দাস, প্রতীক্ষা মোহন্ত, দেবাক্ষী সেন, ধৃতিষ দাস, সায়ন্তিকা চক্রবর্তী, শ্রেষ্ঠা চন্দ ও আয়ুষ্মান শর্মা চৌধুরী।
শিশুদের এই আবৃত্তির ভিডিওতে কাব্যিক অলঙ্করণ করেন সংস্থার সাধারণ সম্পাদক শিবম দাস। নেপথ্য কণ্ঠ ও সমন্বয়ে ছিলেন দেবস্মিতা বিশ্বাস। অনুশীলনে দিশা দাস ও সম্পাদনায় শুভজিত দাস। পরিচালনায় ‘এসো বলি’র সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত। তিনি বলেন,আজকাল শিশুরা সমৃদ্ধ ছড়া, শিশুসাহিত্য জানে না বললেই চলে। তাই তাঁরা এই প্রয়াস নিয়েছেন।