Barak UpdatesHappeningsBreaking News

দেবাশিস-সন্ধ্যার মনোনয়ন ঘিরে কংগ্রেস-তৃণমূলের অভিযোগ

ওয়েটুবরাক, ২ আগস্ট : শিলচর পুরসভায় দেবাশিস সোম ও সন্ধ্যা আচার্যকে সরকার মনোনীত সদস্য করার বিরোধিতা করল শিলচর জেলা কংগ্রেস কমিটি৷ একই সুরে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসও৷ উভয়ে এই নিযুক্তির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, নির্বাচিত পুর বোর্ডে সরকার দুজনকে তাঁর প্রতিনিধি করে পাঠায়, এটাই নিয়ম৷ কিন্তু শিলচরে যখন কোনও নির্বাচিত বোর্ডই নেই, সে সময়ে এই ধরনের নিযুক্তি বেআইনি৷ তাঁর কথায়, বৈঠকে বোর্ডকে পরামর্শ দেওয়া ছাড়া সরকার মনোনীত সদস্যদের অন্য কোনও কাজই নেই৷ তাদের ভোটদানের অধিকারও নেই৷ এই অবস্থায় তাঁদের নিযুক্তিকে অর্থহীন বলেই মন্তব্য করেন তিনি৷

Rananuj

এ দিকে, দেবাশিস সোম ও সন্ধ্যা আচার্য মঙ্গলবার কবীন্দ্র পুরকায়স্থ ও নিত্যভূষণ দের বাড়িতে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন৷ তাঁরা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গেও এ দিন কথা বলেন৷ বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে দেবাশিস বলেন, সরকার দায়িত্ব দিয়েছে, তাঁরা গ্রহণ করেছেন৷ এখন সাধ্য অনুযায়ী পুর এলাকার উন্নয়নে কাজ করবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker