Barak UpdatesHappeningsBreaking News
দীপায়নের নির্দেশে সাফাইয়ের কাজ তদারকি বিজেপি কর্তাদের
ওয়ে টু বরাক, ১৩ মে : এক পশলা বৃষ্টিতেই পদ্মনগর বিলপার তথা ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের জমা জলের সমস্যা দীর্ঘদিনের। এর সমাধানের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর। বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে থাকলেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিধায়ক। তিনি তাঁর পুর প্রতিনিধি দেবাশিস সোমকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। বিষয়টি তদারকি করতে বিজেপির মধ্য মণ্ডল সভাপতি হীরক চৌধুরীকেও পরামর্শ দেন বিধায়ক।
এ নিয়ে সম্প্রতি ১০ নম্বর ওয়ার্ডের পুর প্রাক্তন কমিশনার গোপিকা দেবের বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলের দুটি ওয়ার্ডেরই কর্মকর্তারা। বৈঠকের সবার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার পুরসভার আধিকারিক নবোত্তম শর্মার সঙ্গে দেখা করে এই প্রতিনিধি দল। এলাকায় দীর্ঘদিনের সমস্যার কথাগুলো তুলে ধরেন তাঁরা আধিকারিকের কাছে।
কর্মকর্তারা বলেন, নিউমার্কেট থেকে শুরু করে ইন্দ্রপ্রস্থ হোটেল পর্যন্ত দীর্ঘ খালটি ভালো করে সাফাইয়ের প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি এই জমা জল নিষ্কাশনের নালাটি অর্থাৎ সিঙ্গিরখাল ভালো করে সাফাই করা করা প্রয়োজন।
এদিকে সোমবার থেকে পুরসভার ব্যবস্থাপনায় শুরু হল সাফাই অভিযান। চলবে লাগাতার কয়েকদিন। গোটা এই সাফাই অভিযানের কাজটি সরজমিনে তদারকি করে যাচ্ছেন বিধায়কের পুর প্রতিনিধি, ওয়ার্ড দুটি সহ মধ্য মণ্ডলের বিজেপির কর্মকর্তারা। কাজের খোঁজখবর নিচ্ছেন দীপায়ন। এছাড়াও সাফাই অভিযান অব্যাহত থাকা সিঙ্গিরখালের কাজটিও পরিদর্শন করে যাচ্ছেন দলের কর্মকর্তারা।