India & World UpdatesHappeningsBreaking News
দীপাবলিতে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানোর রেকর্ড অযোধ্যায়
২৩ অক্টোবর : এ দৃশ্য কখনও ভোলার নয়। দীপাবলিতে অযোধ্যায় প্রথমবার ১৫ লক্ষ ৭৬ হাজার প্রদীপ প্রজ্জ্বলনের রেকর্ড তৈরি হলো। এই সমারোহের সাক্ষী রইলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রায় ৪ ঘণ্টা অযোধ্যায় ছিলেন। সেখানে পৌঁছে মোদি সবার আগে রামলালার দর্শন করেন। আরতিতে অংশ নিয়ে পরিক্রমা করেন। তারপর সেখানে সবথেকে আগে প্রদীপ জ্বালিয়ে এই আলোর উৎসবের সূচনা করেন। এরপর প্রধানমন্ত্রী রামকথা পার্কে যান। সেখানে ভগবান রামের তিলক লাগিয়ে রাজ্যাভিষেক করেন। এরপর তিনি সরযূ তীরে রামের আরতিতে শামিল হন। প্রায় ২৬ মিনিট ধরে লেজার শোর মাধ্যমে রামায়ন কথার মঞ্চায়ন দেখেন।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী অযোধ্যায় প্রায় ২০ মিনিট ভাষণ দেন। রামকথা পার্ক ও সরযূ তীরে তিনি শ্রীরামের সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন। তিনি বলেন, এমন এক সময়ও ছিল, যখন ভগবান রামের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। আর এর ফলে আমাদের দেশের ধর্মীয় স্থানের ঊন্নতি বাধার সম্মুখীন হয়েছে। গত ৮ বছরে সরকার ধর্মীয় স্থানগুলোর উন্নতির বিষয়টি সবার আগে রেখেছে। তিনি তাঁর ভাষণ জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুরু করেন। আর তা শেষও করেন রামের নামে জয়ধ্বনি দিয়ে।
প্রসঙ্গত, গত কয়েক বছর থেকে অযোধ্যায় প্রদীপের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। ২০১৭ সালে ১ লক্ষ ৭১ হাজার, ২০১৮ সালে ৩ লক্ষ ১ হাজার, ২০১৯ সালে ৪ লক্ষ ৪ হাজার, ২০২০ সালে ৬ লক্ষ ৬ হাজার, ২০২১ সালে ৯ লক্ষ ৪১ হাজার দীপ প্রজ্জ্বলিত হয়েছে। এ বার ২০২২ সালে ১৫ লক্ষ ৭৬ হাজার দীপ প্রজ্জ্বলিত হয়েছে।