Barak UpdatesHappeningsBreaking News

দত্তরায় গ্রেফতারে রাজ্যপালকে নালিশ জানানো হবে, পরে বিক্ষোভ, নাগরিক সভায় সিদ্ধান্ত

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : বিডিএফ নেতা প্রদীপ দত্তরায়কে গ্রেফতারের প্রেক্ষিতে সোমবার রাতে জেলা জুড়ে ১৪৪ ধারায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি৷ এর আগেই অবশ্য এই ইস্যুতে মঙ্গলবার কোরাস এবং ফোরাম ফর সোশ্যাল হারমনি যৌথভাবে নাগরিক সভা আহ্বান করে৷ ১৪৪ ধারার নিষেধাজ্ঞার দরুন ওই নাগরিক সভা নিয়েও সংশয় দেখা দিয়েছিল৷ তবে শেষপর্যন্ত দত্তরায়ের গ্রেফতারে আপত্তি-প্রতিবাদ জানাতে প্রচুর মানুষ জমায়েত হন৷ শিলচর পেনশনার্স ভবনের হলঘর পুরো ভর্তি ছিল৷ বসার আসন না পেয়ে অনেককে দাঁড়িয়ে থাকতে হয়৷

Rananuj

উপস্থিত নাগরিকদের সবাই একবাক্যে বলেন, একটা ব্যানার বা হোর্ডিং নামিয়ে নিতে বলার জন্য এ ভাবে গ্রেফতার করা যায় না৷ এর ওপর আবার ব্রিটিশ আমলে তৈরি জামিন অযোগ্য রাষ্ট্রদ্রোহের ধারা যুক্ত করা হয়েছে৷ তাই এ ব্যাপারে শীঘ্র রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হবে৷ তাতে উপযুক্ত সাড়া না মিললে শুরু হবে গণবিক্ষোভ৷ একে ব্লকস্তরে ছড়িয়ে দেওয়া হবে৷ পরে প্রয়োজনে বনধ ডাকারও সিদ্ধান্ত হয় এ দিনের নাগরিক সভায়৷ চলবে সাংস্কৃতিক সমারোহও৷

মঙ্গলবার শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে ফোরাম ফর সোশ্যাল হারমনির অরিন্দম দেব৷ তিনি বলেন,, ভাষা আইন উল্লঙ্ঘন, প্রদীপ দত্ত রায়ের গ্রেফতারি ও অযৌক্তিক ভাবে তাঁর উপর দেশদ্রোহী আইনে মামলা রুজু করার বিপক্ষে এবং প্রদীপ দত্ত রায়ের নিঃশর্ত মুক্তির দাবিতে, মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন সাম্প্রদায়িক বয়ানের বিরুদ্ধে এবং ২০২০ সালের গেজেট নোটিফিকেশন ও ভাষা আইন অনুযায়ী বরাকে মাতৃভাষা প্রয়োগের দাবিতে জনমত গঠনের উদ্দেশ্যে আহুত সভাটি ডাকা হয়। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা বিচারপতি আনোয়ার উদ্দিন বরলস্কর ও সমাজকর্মী মৃণালকান্তি সোম।

সভায় নিজস্ব মতামত ব্যক্ত করেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের জয়দীপ ভট্টাচার্য, হৃষীকেশ দেব, মার্চ ফর সায়েন্স এর কৃশানু ভট্টাচার্য, এ আই ডি এস ও এর হিল্লোল ভট্টাচার্য, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের অরূপ বৈশ্য, আমরা বাঙালির সাধন পুরকায়স্থ, আইনজীবী সৌমেন চৌধুরী ও ইমাদ উদ্দিন বুলবুল, নাট্য ও সমাজ কর্মী সুব্রত রায়, ছাত্র প্রতিনিধি রিপন দাস, কোরাসের বিশ্বজিৎ দাস প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানস দাস, নীলু দাস, স্নিগ্ধা নাথ, দিলীপ সিং, তমোজিৎ সাহা, গৌর দাস, গোরা চক্রবর্তী, পার্থপ্রতিম দাস, ফারুক লস্কর প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker