NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরা পুলিশের সদর দফতরে ফাইল চুরি, ধৃত ৩

ওয়েটুবরাক, ১৮ আগস্ট : ত্রিপুরা পুলিশের সদর দফতরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ চোর  বেশ কিছু ফাইল তুলে নিয়ে গিয়ে পুরনো কাগজের দোকানে বিক্রি করে দিয়েছে৷  নিজেদের সদর দফতরে চুরির কথা স্বীকার করে ত্রিপুরা পুলিশ জানিয়েছে, ১৫ আগস্ট রাত বা ১৬ আগস্ট ভোরে পাচিলের ভাঙা অংশ দিয়ে চোর ঢুকে পড়ে৷ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে বিজয় ঋষিদাস নামে এক যুবকই হলো আসল চোর৷ অন্য দুজন সুব্রত সূত্রধর ও অমিত দেব সেগুলি পুরনো কাগজের দরে কিনে রেখেছিল৷ বিজয়কে ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আগরতলাতেই তাদের পুরনো কাগজের দোকানে তল্লাশি চালায়৷ মোট ৮০টি ফাইল উদ্ধার করা হয়েছে৷

পুলিশ সদর দফতরের মতো রাজ্যের সবচেয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে চোরের ঢুকে পড়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে৷  পুলিশ কর্তারা জানিয়েছেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে৷ শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷

তাঁদের কথায়, পাচিল ঘেষা পুরনো একটা দালানঘরে ফাইলগুলি রাখা ছিল৷ এর মধ্যে অধিকাংশই এখন আর কোনও কাজের নয়৷

কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের দাবি, গুরুত্বপূর্ণ ৮৫টি ফাইল চুরি গিয়েছে৷ এর পেছনে  বড় কোনও মাথা কাজ করেছে৷ পুলিশের মধ্য থেকেই কেউ বিজয়কে দিয়ে এই কাজ করিয়েছে বলে তাঁর সন্দেহ৷ ফাইল চুরির ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেন তিনি৷ তদন্ত চেয়েছে সিপিএমও৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, একে সাধারণ ঘটনা বলে মনে করার কোনও কারণ নেই৷ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker