NE UpdatesHappenings
ত্রিপুরায় আরও ২ করোনা আক্রান্তের মৃত্যু
১৯ জুলাই : ত্রিপুরায় শনিবার আরও ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এঁরা হলেন দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্র মনু-র বাসিন্দা ৭২ বছর বয়সী বৃদ্ধা এবং ধলাই জেলার সালেমা কাটালুটমা-র বাসিন্দা ৬৩ বছর বয়সী প্রৌঢ়। তবে তাঁরা অন্য মারাত্মক রোগে ভুগছিলেন বলে টুইট করে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি লিখেছেন, এদের একজনের গলায় ক্যান্সার ছিল ও অন্যজন হাইপার টেনশনের রোগী।
এ দিকে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, বীরচন্দ্র মনু-র বাসিন্দা ওই বৃদ্ধা মধুমেহ এবং উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন। এরই মধ্যে তিনি করোনা আক্রান্ত হন। তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রথমে তাঁকে বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। কিন্তু, চিকিত্সকরা তাঁকে উন্নত চিকিত্সার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু সেখানেও চিকিত্সকরা তার চিকিত্সায় ঝুঁকি না নিয়ে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তর করেন। গত ১৪ জুলাই গোমতি জেলা হাসপাতালে তার অ্যান্টিজেন টেস্টে ধরা পড়ে তিনি কোভিড-১৯ পজিটিভ। ফলে তাঁকে আগরতলার জিবি-তে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১টা ৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, ধলাই জেলার সালেমা কাটালুত্মা-র বাসিন্দা ওই বৃদ্ধ আগেই ক্যান্সারে আক্রান্ত। অ্যান্টিজেন টেস্টে তাঁরও কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে জিবি-তে কোভিড হাসপাতালে গত ১৬ জুলাই ভর্তি করা হয়েছিল। শনিবার তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলেন, অন্য জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণেই তাঁদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। তাই করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা-য় আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত প্রথম মৃত্যু হয়েছিল ৯ জুন। তারপর ১১ জুলাই এবং ১৬ জুলাই এক জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।