NE UpdatesHappeningsBreaking News

ত্রিপুরায় চালু হল ট্রাফিক চালানের ভার্চুয়াল কোর্ট

ওয়েটুবরাক, ২ জুন : আগরতলায় উদ্বোধন হয়েছে ট্রাফিক ই-চালান মামলার ভার্চুয়াল কোর্ট৷ ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি বুধবার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন৷ এই দিনটিকে ত্রিপুরা হাই কোর্টের জন্য স্মরণীয় দিন বলে উল্লেখ করেন তিনি৷ উত্তর-পূর্বে অসমের পর একমাত্র ত্রিপুরাতেই হলো এমন ভার্চুয়াল আদালত৷

হাই কোর্টের ডেপুটি রেজিস্ট্রার শুভদীপ সাহা জানান, ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য যানচালকদের বিরুদ্ধে ই-চালান ইস্যু করবে রাজ্য পুলিশের ট্রাফিক শাখা৷ এরা তা ভার্চুয়াল আদালতকেও জানাবে৷ নিয়ম লঙ্ঘনকারীরা চালানে নির্ধারিত জরিমানা দিয়েই মামলা-মুক্ত হতে চাইতে পারেন৷ সে ক্ষেত্রে চালানে উল্লেখ করা পদ্ধতিতে অনলাইনেই জরিমানার অর্থ জমা করা যাবে৷ আগরতলার প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই ভার্চুয়াল আদালত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে৷

ত্রিপুরায় প্রতিমাসে প্রায় সাড়ে সাত হাজার মামলা হয় ট্রাফিক নিয়ম লঙ্ঘনের অপরাধে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker