NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
তৃতীয় শ্রেণির পদের কম্পিউটার পরীক্ষা ২১-২৯ ডিসেম্বর, অ্যাডমিট ১৪ ডিসেম্বর থেকে
গুয়াহাটি, ৫ ডিসেম্বর : তৃতীয় শ্রেণির পদের লিখিত পরীক্ষার ফল ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। এ বার তৃতীয় শ্রেণির পদে উত্তীর্ণদের কম্পিউটার পরীক্ষা গ্রহণ করা হবে। আগামী ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই কম্পিউটার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজই এ কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
বলা হয়েছে, যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কেবল তাদেরই কম্পিউটার পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা আগামী ১৪ ডিসেম্বর থেকে তাদের অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ২৫ নম্বরের পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৪৫ মিনিট। তিনবেলা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ দিকে, কম্পিউটার পরীক্ষার জন্য প্রার্থীদের তিনটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। বিজ্ঞান শাখায় উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণদের প্রথম ক্যাটেগরিতে রাখা হয়েছে। দ্বিতীয় ক্যাটেগরিতে রাখা হয়েছে স্নাতক ডিগ্রিধারীদের। আর কম্পিউটার ও লাইব্রেরি সায়েন্স সহ স্নাতক উত্তীর্ণরা তৃতীয় ক্যাটেগরিতে রয়েছেন। এই ক্যাটেগরির ভিত্তিতে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সময় ভাগ করা হয়েছে।
ক্যাটেগরি পর্যায়ের পাঠ্যক্রম www.sebaonline.org তে আপলোড করা হয়েছে। এদিকে, স্টেনোগ্রাফার ও চালক পদের ক্ষেত্রে প্রার্থীদের দক্ষতা পরীক্ষার দিনক্ষণ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।