NE UpdatesHappeningsBreaking News
ডিব্রুগড় তুষারাবৃত, অভূতপূর্ব দৃশ্য হলেও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর: মঙ্গলবার ভোর থেকে ডিব্রুগড় জেলা বরফাবৃত হয়ে পড়ে৷ তুমুল শিলাবৃষ্টিতে তুষারঢাকা হয়ে পড়ে সমস্ত রাস্তাঘাট৷ বিশেষ করে, মরান ও টিংখঙে দীর্ঘ সময় ধরে বরফ পড়ে৷ সাদা হয়ে যাওয়া রাস্তার ছবি ভাইরাল হয়। অরুণাচলের বিভিন্ন অংশেও তুষারপাত হচ্ছে।
ডিব্রুগড়ে ভারি শিলাবৃষ্টির জেরে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বহু বাড়ির টিনের ঘরের চাল নষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, মরান ও টিংখংয়ে বহু বাড়ি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসনকে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে।