NE UpdatesHappeningsBreaking News
ডাকটিকিট প্রতিযোগিতায় নর্থ ইস্ট ফিলাটেলিক পেল ১২টি পুরস্কার
ওয়েটুবরাক, ২ নভেম্বর : গুয়াহাটিতে অনুষ্ঠিত ৪র্থ আসাম রাজ্য ভিত্তিক ফিলাটেলিক (ডাক টিকিট) ভিত্তিক প্রদর্শনী প্রতিযোগিতায় নর্থ ইস্ট ফিলাটেলিক সোসাইটির সদস্যরা মোট ১২ টি পদক লাভ করে করেছে ।
সদস্যদের মধ্যে সুমন্ত দাস দুটো লার্জ ভার্মেইল ও বিশেষ পুরস্কার (গান্ধী ডাক টিকিট সংগ্রহ ও রিফিউজি রিলিফ ), দেবোপম বিশ্বাস লার্জ ভার্মেইল (বুদ্ধ ডাক টিকিট), অর্পিতা দাস ভার্মেইল ও বিশেষ পুরস্কার (বুদ্ধ ডাক টিকিট), প্রণতি দাস ভার্মেইল ও বিশেষ পুরস্কার (রবীন্দ্রনাথ ঠাকুর ডাক টিকিট), রনি ঘোষ লার্জ সিলভার (পূর্তগিজ ইন্ডিয়া ডাক টিকিট সংগ্রহ), দেবতনু বিশ্বাস সিলভার (রয়েল এয়ার ফোর্স ডাক টিকিট সংগ্রহ) নন্দ দুলাল সাহা ব্রোঞ্জ (লেনিন ডাক টিকিট সংগ্রহ ), ড.অজয় বর্মন ব্রোঞ্জ (ব্রিটিশ মনার্ক ডাক টিকিট সংগ্রহ)।
ইয়ুথ ক্লাস বিভাগে রাজেশ্বরী দেব লার্জ সিলভার (ফিদার্ড মার্ভেল অফ গার্ডেন), সাগ্নিক দেব ব্রোঞ্জ ও বিশেষ পুরস্কার (রবীন্দ্র নাথ ঠাকুর ডাক টিকিট সংগ্রহ) অমৃতাশ্মি বর্মন ব্রোঞ্জ (চাইল্ড রাইটস ও রবীন্দ্রনাথ ঠাকুর ডাক টিকিট সংগ্রহ)।
এই প্রদর্শনীতে নর্থ ইস্ট ফিলাটেলিক সোসাইটির পক্ষ থেকে আসামের স্বনামধন্য ডাকটিকিট সংগ্রাহক বিনোদ জৈন ও নন্দদুলাল সাহাকে লাইফটাইম সম্মানে ভূষিত করা হয়। সংস্থার সভাপতি নন্দ দুলাল সাহা ও সম্পাদক সুমন্ত দাস এই ব্যাপারে আগামী দিনে সংস্থার পক্ষে থেকে ডাক টিকিট সংগ্রহ কী ভাবে আরও জনপ্রিয় করা যায় তার উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন৷