Barak UpdatesHappeningsBreaking News
‘জনহিতে’ করোনা রোগীদের নাম প্রকাশ করলেন হিমন্ত
১ এপ্রিল: অসমের করোনা আক্রান্ত ৫ জনের নাম প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ এ ধরনের ক্ষেত্রে যে নামপ্রকাশ করা হয় না, এর উল্লেখ করেও তিনি বলেন, জনহিতেই নামগুলো জানিয়ে রাখছেন৷ কারণ এটা এক বিশেষ ঘটনা৷ ওই ৫ জনের সংস্পর্শে এই কয়দিনে আরও অনেকে এসেছেন৷ কিন্তু রোগীদের যেহেতু জিজ্ঞাসা করার সুযোগ নেই৷ সরকার নানা সূত্র ব্যবহার করে তাদের তালিকা তৈরি করছেন৷ কিন্তু সবাইকে খুঁজে পাওয়া বড় মুশকিল৷ তাই ওই ৫ জনের নাম দেখে তাঁদের সংস্পর্শে আসা মানুষেরা নিজেদের পরীক্ষা করিয়ে নিতে মারেন৷ এতে নিজের মঙ্গল, পরিবারের মঙ্গল, দেশের মঙ্গল৷
হিমন্ত জানান, মঙ্গলবার বদরপুরে যাকে পজিটিভ বলে ঘোষণা করা হয়েছে, তাঁর নাম জামালউদ্দিন৷ বুধবার করোনা রোগী হিসাবে শনাক্ত হয়েছেন জাগীরোডের তিনজন৷ এরা হলেন ৬০ বছরের মহম্মদ হজরত আলি, ৫৫ বছরের নূরউদ্দিন এবং ৪৬ বছরের মহম্মদ জনাব আলি৷ পঞ্চমজন নলবাড়ির ১৯ বছরের মহম্মদ আর্শাদ আলি৷