Barak UpdatesHappenings
চেংদুয়ার এমই স্কুলে আয়োজিত শিবিরে ২২০ জনের চক্ষু পরীক্ষা
ওয়ে টু বরাক, ২২ ডিসেম্বর : রবিবার প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট ও ‘ইয়ুথস অ্যাগেইনস্ট সোসিয়াল ইভিল্স’ চেংকুরি জিপি কমিটির যৌথ উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালিভিউর ব্যবস্থাপনায় চেংদুয়ার এমই স্কুলে এক চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট ২২০ রোগীর চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রিসু কুমারী ও অপথালমোলোজিস্ট ভবতোষ দেববর্মন।
এই রোগীদের মধ্যে ৫৫ জনের ছানি শনাক্ত করা হয়। উপস্থিত ছিলেন ক্যাম্প ইনচার্জ প্রিয়ম চৌধুরী।যাদের ছানি শনাক্ত করা হয় তাদের বিনামূল্যে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে চৌধুরী আই হাসপাতালে ভিন্ন ভিন্ন তারিখে অস্ত্রোপচার করা হবে। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। লায়ন্স ভ্যালিভিউর পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সম্পাদক অনুপ রায়, কোষাধ্যক্ষ সন্দীপ শীল প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাগুন রুহিদাস, অমিত গোয়ালা, জয়বন প্রজাপতি, করন প্রজাপতি, সুভাষ প্রজাপতি, বাদরিয়া রী, অসিমা রী প্রমুখ।