India & World UpdatesHappeningsBreaking News
খেলনা তৈরির উপর আরও জোর নির্মলার বাজেটে

ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি: ভারতকে খেলনা তৈরির হাব করে তোলার লক্ষ্য নিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শনিবার এই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় খেলনা তৈরির উপর আরও জোর দিল কেন্দ্রীয় সরকার। দক্ষ কারিগরদের একত্রিত করতে পরিকল্পনার কথা জানালেন নির্মলা।
শনিবার সংসদে তৃতীয় মোদি সরকারের ২০২৫-‘২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করলেন নির্মলা। আর সেখানেই ভারতকে খেলনা তৈরির হাব বা ভরকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানালেন তিনি।