NE UpdatesHappeningsBreaking News
কয়েদিদের চিকিৎসা ও নিরাপত্তায় আসামের প্রতি জেলায় কমিটি গঠনের নির্দেশ
১৮ জুলাই : আসামের বিভিন্ন কারাগারে কয়েদিদের মধ্যে কোভিড সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আক্রান্ত কয়েদিদের চিকিৎসা ও চিকিৎসা চলাকালীন তাদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করতেই শনিবার মুখ্যমন্ত্রী তাঁর সরকারি আবাসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। এই বৈঠকে তাদের চিকিৎসা ও নিরাপত্তার দিকটি বিশেষভাবে খেয়াল রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় একটি করে সমিতি গঠন করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দিয়ে বলেছেন, জেলার অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপারিন্টেনডেন্টকে নিয়ে একটি সমিতি গঠন করতে হবে। উল্লেখ্য, রাজ্যের ৩১টি কারাগারের মধ্যে এ পর্যন্ত ৭টি কারাগারে কয়েদিদের মধ্যে কোভিড সংক্রমণ পাওয়া গেছে।
এ দিকে মুখ্যমন্ত্রী গুয়াহাটি কেন্দ্রীয় কারাগারে পৃথক একটি কোভিড কেয়ার সেন্টার গড়ে তোলার জন্য বিভিন্ন দিক পর্যালোচনা করে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে স্বাস্থ্য বিভাগের প্রধান সচিবকে নির্দেশ দেন। স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব এ ব্যাপারে রাজ্যের বিভিন্ন কারাগারে আক্রান্ত কয়েদিদের সংখ্যা ও স্বাস্থ্য বিভাগের গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী, আইনি উপদেষ্টা শান্তনু ভরালি, মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ, পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।