Barak UpdatesHappeningsBreaking News
কোভিড টেস্টের জন্য ক্যাম্পেন মোডে কাছাড়
১২ আগস্টঃ কোভিড মহামারী সংক্রমণ ঠেকাতে সংক্রমিতদের শনাক্তকরণের জন্য কাছাড় জেলা প্রশাসন ক্যাম্পেন মোডে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাচ্ছে। লক্ষ্য, এক লক্ষ মানুষের টেস্ট করা। সে জন্য ক্যাম্প হচ্ছে, মোবাইল ভ্যান যাচ্ছে। জেলার ১৫টি ব্লকে মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। জেলাশাসক কীর্তি জল্লি বলেন, এখন কড়া নজরদারি দরকার। তাই আরএটি-র অধীনে সর্বাধিক পরীক্ষা চালানো হচ্ছে। তাঁর কথায়, আমরা অবিরাম জীবন বাঁচাতে সচেষ্ট থাকব, যাতে আপনারা জীবিকা রক্ষায় মনোযোগ দিতে পারেন। তাতেই ধীরে ধীরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বাড়বে।
সাধারণ মানুষকে করোনা পরীক্ষার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন জেলার বিভিন্ন স্থানে সোয়াব টেস্টিং এবং সংগ্রহ কেন্দ্র স্থাপন করেছে এবং মোবাইল মেডিকেল টিমগুলিকেও স্থানে স্থানে পাঠানো হচ্ছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল কুমার বেজবরুয়া বলেন, “পরীক্ষা করেই ভাইরাসের সংক্রমণ ঠেকানো যেতে পারে এবং তা জীবন বাঁচাতে সহায়তা করবে।”
এদিকে র্যাটের অধীনে পরীক্ষাগুলি বাড়ানোর জন্য জেলা প্রশাসন ২০ টি বেসরকারি হাসপাতালের স্বত্বাধিকারীদের বিনামূল্যে কোভিড -১৯ টেস্ট করার জন্য বলেছে। প্রশাসনের নির্দেশের পর তিনটি হাসপাতাল আরএটি পরীক্ষা শুরু করেছে বলে জেলা জনসংযোগের প্রেসবার্তায় জানানো হয়েছে।