Barak UpdatesHappeningsBreaking News

কৃষকদের জন্য বরাদ্দ সার দোকানির কাছে বিক্রি, চেয়ারম্যান ধৃত

ওয়েটুবরাক, ৩ অক্টোবর : কৃষকদের জন্য বরাদ্দ সার খোলাবাজারে বিক্রি জন্য দোকানিকে দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন রয়্যাল মাল্টিপারপাস অ্যান্ড ট্রেডিং কো অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান হোসেন আহমেদ মজুমদার৷ সোনাবাড়িঘাটে গুদাম ঘর থেকে তিনি সারের বস্তা তুলে দিচ্ছিলেন এক খুচরো সার বিক্রেতার কাছে ৷ খবর পেয়ে কাল শনিবার কৃষি বিভাগের আধিকারিকরা সোনাবাড়িঘাটে থাকা র‍য়্যালের গুদামে আচমকা হানা দেন। তাঁরা একটি ম্যাজিক ট্রাকে সার দেখে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চান৷ লক্ষীপুরের বিন্নাকান্দির এক সার বিক্রেতার কথা জেনেই তারা গাড়িটি আটক করেন। শুরু হয় তদন্ত। পৌছেন ম্যাজিস্ট্রেট কে চৌবে৷ কৃষিবিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রয়্যালের মত প্রতিষ্ঠানকে সার দেওয়া হয় কৃষকদের মধ্যে বণ্টনৈর জন্য৷ অন্য কোনও ব্যবসায়ীর কাছে চড়া দামে বিক্রির জন্য নয়৷

Rananuj

ম্যাজিস্ট্রেট কে চৌবে জানান, ম্যাজিক ট্রাকটি থেকে ৩৫ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া সড়কের উল্টো দিকে থাকা শিলচর ব্লকের অধীন অনু পালের গুদামকে অবৈধ বলে ৪৮ ঘন্টার মধ্যে তার ইউরিয়া ও এসএসপি সারগুলো শিলচর লালগুদামে নিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নয়া নিয়মে ব্লকের অধীনে থাকা হোলসেলারদের সেই ব্লক এলাকায় গুদামঘর থাকতে হবে। এ দিনের অভিযানে অন্যান্যদের মধ্যে ছিলেন কৃষি বিভাগের সোনাই এসডিও ডঃ নিখিলচন্দ্র দাস, জেলা ফার্টিলাইজার আধিকারিক রাহুল চক্রবর্তী ও রাঙ্গিরখাড়ি পুলিশ আধিকারিক সমরজিৎ দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker