Barak UpdatesHappeningsBreaking News

কৃতী পড়ুয়াদের সংবর্ধিত করল বিশ্ববিদ্যালয় এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ

ওয়ে টু বরাক, ৪ আগস্ট : ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দিল আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংস্থার উদ্যোগে রবিবার শিলচর লিংক রোডের শুভশ্রী বিবাহ ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড় জেলার মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয়। সংস্থার সভাপতি ড. রামচন্দ্র দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ড. অমৃতলাল ঘোষ। এছাড়াও সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সোসিয়েল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর ড. এম গঙ্গাভূষণ ও প্রফেসর ড. এম তিনেশ্বরী দেবী, বিজনেস এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ড. দেবমাল্য ঘোষ, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভগবান সহায় মীনা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জিত দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী কমলেশ দাশ।

শুরুতে সংবিধান প্রণেতা ভারতরত্ন ড. বিআর আম্বেদকরের প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ্য অর্পণ তথা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত বক্তারা এ দিন ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ওপর আয়োজিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তারা।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের প্রফেসর ড. অমৃতলাল ঘোষ বলেন, ছাত্রছাত্রীদের সমাজে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর অধ্যবসায় করতে হবে। কারণ শিক্ষার কোনও বিকল্প নেই। তিনি বলেন, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তির দ্বারাই সমাজ তথা দেশের কল্যাণ সম্ভব। তিনি উপস্থিত ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভাল মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। প্রফেসর অমৃতলাল ঘোষ ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে সমাজে এগিয়ে চলার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন আমন্ত্রিত অন্যান্য বক্তারা।

উল্লেখ্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম ইউনিভার্সিটি এসসি অ্যান্ড এসসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের সদস্য যথাক্রমে দীপক বর্মণ, সোনালী দাস, ওয়াই আর পুরম, রীমা বরুয়া প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সংস্থার সদস্য রন্টু মালাকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker