Barak UpdatesHappeningsBreaking News
কালীপূজায় চমক দেখাতে তৈরি উদয়ন সংঘ
ওয়েটুবরাক, ১ নভেম্বর ঃ ২০১৮ সালের কালীপূজায় তিনসুকিয়ার বাঙালি নিধনকে থিম করেছিল মালুগ্রামের উদয়ন সংঘ। প্রয়াতদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছিল, মাঠে বসিয়ে প্রচুর মানুষকে খাওয়ানো হয়েছিল সে বার। এর আগেও নানা সময়ে তারা মণ্ডপে-প্রতিমায় চমক দেখিয়েছেন। বহুবার যেমন মাঠে পূজা হয়েছে, তেমনি উপরে রাস্তার ধারেও বিভিন্ন জায়গায় শ্যামাবন্দনার আয়োজন করেছেন তারা। এ বার অবশ্য মাঠেই চলছে পূজার প্রস্তুতি। বলতে গেলে, চমক দেখাতে তৈরি হচ্ছে উদয়ন সংঘ। প্রস্তুতি অনেকটাই এগিয়েছে।
এই বছরের থিম সারদা মায়ের আশাীর্বাদ গ্রহণ করে স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রা। মোট পাঁচটি বিষয়কে দর্শনার্থীদের জন্য তুলে ধরা হবে। সভাপতি শান্তনু দাস, সহসভাপতি বাসুদেব শর্মা, কোষাধ্যক্ষ অশোকতরু দত্তকে সঙ্গে নিয়ে শিল্পী প্রণবকুমার বণিক জানান, প্রথমেই দেখা যাবে মায়ের মন্দির, সুদৃশ্য নাটমন্দির ঘেরা। সেখানেই পূজার্চনা হবে। পাশে দৃশ্যায়িত হবে সারদাদেবীর আশীর্বাদ নিচ্ছেন স্বামীজি। পরে পৌঁছলেন কন্যাকুমারীতে। সমুদ্রতীরে ধ্যানমগ্ন হলেন তিনি। জল ছাড়া সমুদ্রকে ফুটিয়ে তোলার জন্য নানা কারিগরি কৌশল চলছে। সেখানেই স্বামীজি শুনতে পান ঠাকুর রামকৃষ্ণের নির্দেশ, পাশ্চাত্যে যাও। এর পর তিনি শিকাগো যান। বিশ্বধর্ম সভায় ভাষণ দিয়ে সবাইকে চমকে দেন। এই সবই একে একে ফুটিয়ে তুলছেন শিল্পী প্রদীপকুমার বণিক।
আয়োজকরা আশা করছেন, এ বার দর্শনার্থীদের বিশেষ আনন্দ দিতে সক্ষম হবেন তাঁরা।