Barak UpdatesHappeningsBreaking News

কালীপূজায় অ্যাপসলসে হবে পুতুলখেলা

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : মালুগ্রামে অ্যাপসলস ক্লাবের সূচনা হয়েছিল ১৯৯৪ সালে৷ কালীপূজার শুরু এরও দশবছর আগে৷ নামহীন ভাবেই কাটে একদশক৷ তবে বিগ বাজেটের  পূজা এত আগে থেকে নয়৷ অ্যানাকোন্ডা বানিয়ে সবাইকে মালুগ্রামে টেনে নিয়েছিল অ্যাপসলস৷ এর পরে আর পুরনো দিনে ফেরা যায়নি৷ কোভিডের দুই বছর বাদ দিলে প্রতিটি কালীপূজায় অ্যাপসলস চমক সৃষ্টি করে চলেছে৷  সঙ্গে একেকবার একেকটা থিমকে বেছে নিয়ে সমাজে ছড়িয়ে দেওয়া হয় নানা ইতিবাচক বার্তা৷

অ্যাপসলসের এ বারের ভাবনা পুতুল খেলা৷ হারিয়ে যাওয়া পূতুল খেলার দিকে নবীন প্রজন্মকে আকৃষ্ট করাই তাদের মূল লক্ষ্য৷ তারা যদি মোবাইল-ইন্টারনেট থেকে দূরে সরে অন্তত পুতুলের সঙ্গে কিছুটা সময় দেয়৷ তাই তাদের মণ্ডপটাই হচ্ছে ৭০ ফুট উঁচু এক পুতুলঘর৷ তৈরি করছেন নবদ্বীপের শিল্পী পঞ্চু দেবনাথ৷

বুধবার সাংবাদিক সম্মেলন এই সব তথ্য জানান অ্যাপসলসের সভাপতি সত্যজিৎ দেব, সম্পাদক কিষান দাস, পূজা কমিটির সভাপতি অরবিন্দ সিকিদার, সম্পাদক সঞ্জয় দেব প্রমুখ৷ ছিলেন জয়দীপ চক্রবর্তী, সত্যজিৎ বসু, মান্তু রায়চৌধুরী, অশোক ভদ্র, দেবানুজ শী প্রমুখ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker