Barak UpdatesHappeningsBreaking News
কাটিগড়ায় গ্রেফতার দুই কয়লা পাচারকারী
ওয়েটুবরাক, ২৬ ফেব্রুয়ারি: অবৈধ ভাবে কয়লা পাচারের অভিযোগে কাছাড় জেলার কাটিগড়া এলাকায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হলো অরবিন্দ বৈষ্ণব ও জবরুল ইসলাম৷ কাছাড় জেলার ডিএসপি (সদর) কল্যাণকুমার দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷
পুলিশ আশাবাদী, তাদের জিজ্ঞাসাবাদ করে অন্য কয়লা মাফিয়াদের সন্ধান মিলবে৷