Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজে আন্তর্জাতিক কোয়ান্টাম দিবস

ওয়েটুবরাক, ১২ এপ্রিল- কাছাড় কলেজে গত শুক্রবার আন্তর্জাতিক কোয়ান্টাম দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষ্যে আয়োজিত সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা অত্রি দেশমুখ্য। কলেজের ইতিহাস বিভাগের প্রধান মোহম্মদ শামসুদ্দিন, আইকিউএসি-র সমন্বয়ক মুকুল কুমার বরুয়া, বাণিজ্য বিভাগের প্রধান পারমিতা দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জলনের পর স্বাগত ভাষণ দেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গায়ত্রী ঘোষ। অত্রি দেশমুখ্য খুব সহজ করে পড়ুয়াদের সামনে কোয়ান্টাম তত্ত্বের মূল সুরটি ধরিয়ে দেন। পরে বিভাগের দেওয়াল পত্রিকা ‘ফিজিকা’ উন্মোচন করেন তিনি।