Barak UpdatesHappeningsBreaking News
তিনদিনের অভিযান শুরু, কাছাড়ে ২৭৬৬৪৯ শিশুর মুখে পোলিওর ড্রপ
ওয়েটুবরাক, ৩ মার্চ: আনুষ্ঠানিক ভাবে পালস পোলিও ইমুনাইজেশন শুরু হল কাছাড়ে। রবিবার শিলচর নগর স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মুখে দুই ফোটা পোলিওর ড্রপ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক ড. খালেদা সুলতানা আহমেদ। এর মধ্য দিয়েই শূন্য থেকে পাঁচ বছর বয়সের ২ লক্ষ ৭৬ হাজার ৬৪৯ শিশুর মুখে ড্রপ দেওয়ার কর্মসূচি শুরু হল। তাছাড়া ৩ লক্ষ ১০ হাজার ৭১২টি ঘরে গিয়ে স্বাস্থ্য কর্মীরা পোলিও ড্রপ প্রদান সুনিশ্চিত করবে। এই টিকাকরণ অভিযান সুনিশ্চিত করতে ১২৯২টি সাধারণ বুথ, ২৮টি প্রাতিষ্ঠানিক বুথ ও ৩৬টি ট্রানজিট বুথ খোলা হয়েছে। গোটা অনুষ্ঠানকে সার্থক রূপ দিতে ৫ হাজার ১০৬ জন কর্মী, ২৫৭ জন বুথ লেভেল সুপারভাইজার, ১৮ জন ব্লক লেভেল সুপারভাইজার, ৩৪ জন সেক্টর লেভেল সুপারভাইজার এবং ৬ জন জেলা স্তরের সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। এছাড়াও কোনও শিশু যাতে এই অভিযান থেকে বাদ না যায়, এজন্য ২৮৭টি ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানগুলোর মধ্যে ৮০টি ইট ভাটা, ৬২টি চা বাগান, ২৩টি স্লাম, ১টি নির্মাণ ও ১টি পরিযায়ী এলাকা রয়েছে। অনুষ্ঠানে পোলিও নির্মূলের গত কয়েক দশকের কাজের সুফল এবং এবারের ৩ দিন ব্যাপি এই কর্মসূচি কিভাবে সফল করে তোলা যায়, এব্যাপারে আলোকপাত করেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। তার আগে স্বাগত বক্তব্য পেশ করেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলা টিকাকরণ আধিকারিক ডাঃ সুমনা নাইডিং। এছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এনএইচ এমের জেলা কর্মসুচি প্রবন্ধক রাহুল ঘোষ, ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সটেনশন অফিসার বাপ্পা দেব প্রমুখ। রাহুল ঘোষ তার বক্তব্যে, জেলার চা বাগান অঞ্চলের মহিলাদের রক্তাপ্লতা নির্মুলে গৃহীত এন এইচ এমের নিজস্ব কর্মসূচি ‘মিশন উত্তরণ’ -এ রোটারি শিলচর গ্রেটারের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মুখে পোলিও ড্রপ খাওয়ান ডাঃ সুমনা নাইডিং, আশুতোষ বর্মণ, অর্ক দেবকর, রাহুল ঘোষ প্রমুখ।টিকাকরণ কর্মসূচির বাস্তবায়নে শিলচর রোটারি গ্রেটারও বিশ্বব্যাপি পোলিও নির্মূলীকরণে তাদের অন্যতম এই কর্মযঞ্জ হিসেবে অনুষ্ঠানে শামিল হয় এবং শিশুদের দুই ফোটা পোলিও খাওয়ান রোটারি কর্মকর্তারা। এনিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এস এম ও ডাঃ অর্ক দেবকর, রোটারি শিলচর গ্রেটারের সভাপতি মুলচান্দ বৈদ, বুধমল জৈন , ডাঃ রজত দেব, ডাঃ জুরি শর্মা, এন এইচ এমের নগর সংযোজক ইন্দ্রজিৎ দে, সংযোজক ইকবাল বাহার লস্কর, নগর স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক সহ স্টাফ নার্স, এমপি ডব্লু ও শিলচর আরবানের আশাকর্মীরা।