Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে শুরু হল জাতীয় কৃমিনাশক কর্মসূচি
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর: কাছাড় জেলায় শুরু হল জাতীয় কৃমিনাশক দিবস (এনডিডি)। শিলচর ইটখলাস্থিত সর্বোদয় হাইস্কুলে সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদ ও জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন আয়োজক স্কুল শিক্ষকরা। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়া অনেক জরুরী। প্রাকৃতিকভাবে মেয়েদের রক্তের ঘাটতি হয়। সেসব পুষিয়ে নিতে নিয়মিত ওষুধ সেবন, ভালো খাওয়া দাওয়া জরুরি । এরমধ্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়া অতি আবশ্যক বলে মন্তব্য করেন। অনুষ্ঠানের আগে স্কুলের অন্যান্য বিষয়ে খতিয়েও দেখেন তিনি। জাতীয় কৃমিনাশক ওষুধ সেবনের প্রয়োজনীয়তা বিষয়ে সভায় বিস্তারিতভাবে তুলে ধরেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মণ। তিনি বলেন, শরীরের সমস্থ পুষ্টি কৃমি খেয়ে ফেলে। ফলে শরীরে প্রয়োজনীয় রক্তের অভাব দেখা দেয় এবং এই রক্তাপ্লতার জন্য বিশেষ করে মহিলাদের নানা জটিলতা দেখা দেয়। এটা নিরসনে জাতীয় কৃমিনাশক দিবস অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি। তিনি পড়ুয়াদের নিয়মিত হাত ধুয়ে আহার গ্রহণ এবং শৌচকর্মের পরে হাত ধৌত করার বিষয়টি অভ্যাসে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে এদিনের কার্যসুচির বিবরণ তুলে ধরেন এন এইচ এমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর। অনুষ্ঠান সঞ্চালনাও করেন তিনি। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সর্বোদয় হাইস্কুলের প্রধান শিক্ষক পিযুষকান্তি দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ এমের জেলা কর্মসুচি প্রবন্ধক রাহুল ঘোষ, শিলচর আরবান সংযোজক ইন্দ্রজিৎ দে, ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট ড০ গুলবাহার রাজ প্রমুখ। অনুষ্ঠানে দুই পড়ুয়ার মুখে কৃমিনাশকের বড়ি অ্যালবেন্ডাজোল খাইয়ে দেন অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা সুলতানা এবং ডাঃ আশুতোষ বর্মণ।
এদিকে, জেলা আয়ুক্তের সভাকক্ষে অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা সুলতানা আহমেদের পৌরোহিত্যে জেলার সব খন্ড আধিকারিক ও অন্যান্য আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে এনিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এনডিডি বিষয় সভায় উপস্থাপন করেন ডিস্ট্রিক্ট কম্যুনিটি মোবিলাইজার উজ্জ্বল দাস। সভায় জেলার প্রতিটি স্কুল ও অঙ্গনওয়াড়ি তালিকাভুক্তদের কৃমিনাশক বড়ি খাওয়াতে বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন অতিরিক্ত আয়ুক্ত ড০ খালেদা