Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ের ২০ বিহু নৃত্যশিল্পী, ঢোলবাদক ও তিন প্রশিক্ষককে ২৫ হাজার সাম্মানিক
ওয়ে টু বরাক, ১ জুলাই ঃ কাছাড়ের ২০ জন বিহু নৃত্যশিল্পী, ঢোলবাদক এবং তিনজন প্রশিক্ষককে সাম্মানিক ও প্রমাণপত্র তুলে দেওয়া হয়েছে। শুক্রবার শিলচরে কাছাড়ের জেলাশাসকের নতুন কনফারেন্স হলে এক সভায় শিল্পীদের ২৫ হাজার টাকা করে সাম্মানিক এবং প্রমাণপত্র বিতরণ করেন রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা। এই বিহু শিল্পীরা গিনেস বুকে না তোলা ১১ হাজার শিল্পীর সমন্বয়ে আয়োজিত বিহু নৃত্যে কাছাড় জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড়ের ডিডিসি রাজীব রায়, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড়ঠাকুর এবং অন্তরা সেন সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং অংশগ্রহণকারী বিহু নৃত্যশিল্পী, ঢোলবাদক এবং প্রশিক্ষক তথা কলাকুশলীরা এতে অংশ নেন। এ উপলক্ষে আয়োজিত এই সভায় রাজ্যের আবগারি মন্ত্রী শুক্লবৈদ্য শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, গত ২৬ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ড: হিমন্তবিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন বিশ্বের দরবারে আসামের কৃষ্টি সংস্কৃতিকে পরিচিত করানোর জন্য সমগ্র রাজ্যের বিহু নৃত্যশিল্পীদের বিভিন্ন প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। ২৬ জানুয়ারি থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কাছাড়ের নৃত্য শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হয়। জেলাভিত্তিক এই প্রশিক্ষণের দ্বারা শিল্পীদের সম্মাননা জানাতে মুখ্যমন্ত্রী প্রদত্ত একটি সার্টিফিকেট এবং বিশ্বের দরবারে যে রেকর্ড সৃষ্টি করা বিহু নৃত্যের জন্য আরও একটি সার্টিফিকেট সহ ২৫ হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হয়েছে।
এই সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত সকল শিল্পীদের অভিনন্দন জানিয়ে বলেন, আসামের কৃষ্টি সংস্কৃতিকে পরিচিত করানোর জন্য সমগ্র রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১১ হাজারের অধিক বিহু নৃত্যশিল্পী এবং ঢোলবাদক তথা কলাকুশলীদের দলে কাছাড়ের শিল্পীরাও ছিলেন। এরজন্য তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত থেকে সমস্ত কলাকুশলীদের অভিনন্দিত করেছিলেন, সেটা একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা সকল শিল্পীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দীর্ঘ পরিশ্রমের ফলে কাছাড়ের শিল্পীদের এই সুফল অর্জন l শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর।