NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

কর্মীদের গ্রেফতারের খবর পেয়েই তৃণমূল নেতারা দল বেঁধে ত্রিপুরায়

ওয়েটুবরাক, ৯ আগস্ট: প্রশান্ত কিশোরের সংস্থার সমীক্ষক দলকে গ্রেফতারের পর ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস নতুন করে যাত্রা শুরু করে৷ শনিবার ধলাই জেলায় হামলার শিকার হয়ে তারা ফের জাতীয় ক্ষেত্রের নজর কেড়ে নেন৷ যারা মার খেয়েছেন, কোভিড বিধি লঙ্ঘনের দায়ে সেই তৃণমূল কর্মীদেরই গ্রেফতার করে খোয়াই থানায় রাখে পুলিশ।

এই ঘটনা জেনেই রবিবার সকালে ত্রিপুরায় পৌঁছান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন ও ব্রাত্য বসু। বিমানবন্দরেই অভিষেক রাজ্যের জোট সরকারকে কটাক্ষ করে বলেন, ভারতবর্ষের আইন কি বিপ্লব দেবের রাজত্বে মানা হয় না? ত্রিপুরায় স্বৈরতন্ত্রের শাসন চলছে বলে মন্তব্য করেন দোলা সেন।

ত্রিপুরায় পৌঁছেই তাঁরা সবাই খোয়াইর উদ্দেশে রওয়ানা হন । সেখানে যাবার সময় অভিষেককে কালো পতাকা দেখান বিজেপির কর্মীরা৷ খোয়াই থানায় ঢুকেই অভিষেক ও দোলা দাবি করেন, তৃণমূলের ১৪ জনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অভিষেক বলেন, তৃণমূলের বিরুদ্ধে  করোনা বিধি ভঙ্গের দায়ে মামলা করা হলে  বাইরে দাঁড়িয়ে থাকা বিজেপির সমর্থকদের বিরুদ্ধে মামলা হবে না কেন? তৃণমূলের এই ১৪ জনকে না ছাড়া পর্যন্ত অভিষেক থানা থেকে যাবেন না বলে জানিয়ে দেন। শেষপর্যন্ত ১৪ জনকে খোয়াই আদালতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সে সময় প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিকের উপর আক্রমণ করে একদল বিজেপি কর্মী। তাঁর গাড়িতে ভাঙচুর করে৷ তাঁর শরীরেও বিভিন জায়গায় আঘাত লেগেছে৷ আদালত তাঁদের জামিন মুক্তির নির্দেশ দেয়‌৷ এর পর রাতেই তৃণমূলের সর্বভারতীয় নেতারা বিমানে কলকাতায় ফিরে যান৷ যাওয়ার আগে অভিষেক বলে যান, মানুষ আসলেই এখানে পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে৷ এ কেমন কথা! তিনি বিপ্লব দেবের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, প্রতি ১৫ দিনে তিনি একবার ত্রিপুরায় যাবেন৷ ক্ষমতা থাকলে তাঁকে আটকান। আগামী বিধানসভা নির্বাচনে এক ইঞ্চি জমিও তৃণমূল ছাড়বে না বলে হুঙ্কার ছোঁড়েন  অভিষেক। ব্রাত্য বসুর কথায়, একটি গণতান্ত্রিক দেশে  এ ভাবে আটকাতে পারে না পুলিশ।

এ দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব টুইট করেছেন, ত্রিপুরার উন্নয়নের গতিকে রুখতে  একটা অংশ উঠেপড়ে লেগেছে৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজ্যে ষড়যন্ত্র করছে l তাঁর দাবি, ত্রিপুরার সচেতন নাগরিকরা ত্রিপুরেশ্বরী মায়ের এই ভূমিতে কোনও ধরনের ষড়যন্ত্র সফল হতে দেবেন না l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker