India & World UpdatesHappeningsBreaking News
করোনা ধরা পড়ার আগে ২ জন গিয়েছিলেন দিল্লির মসজিদে, ব্যাপক পরীক্ষা
৩১ মার্চ: দিন পনেরো আগে দিল্লির বাংলাওয়ালি মসজিদে এক অনুষ্ঠানে বহু মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় বাসিন্দারা ছাড়াও ওই জমায়েতে আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তানের নাগরিকেরা। করোনায় আক্রান্ত দুইজনের ট্র্যাভেল হিস্ট্রি ঘেঁটে দেখা যায়, তারাও ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন৷ এর পরই নড়ে বসে প্রশাসন৷
শুরু হয় খোঁজখবর৷ দেখা যায়, অন্ধ্রপ্রদেশের করোনায় আক্রান্ত এক ব্যক্তিও করোনায় আক্রান্ত হওয়ার আগে দিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ স্বাস্থ্য দফতরের কর্তারা জানান, শ্রীনগরে করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে যে ধর্মগুরুর মৃত্যু হয়েছে, তিনিও ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কাশ্মীরে নিজের বাড়িতে ফেরার আগে তিনি উত্তরপ্রদেশের দেওবন্দেও যান। ফলে তাঁর সংস্পর্শে কারা কারা এসেছেন, তারও খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ওই অনুষ্ঠানের পর তাতে আমন্ত্রিত একজন ইন্দোনেশীয় এবং সৌদি আরবের ছয়জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, এতে যোগদানকারীদের মধ্যে বারোশো জনের মসজিদের ভিতরে থাকার বন্দোবস্ত করা হয়েছে। এখন এলাকায় আর কারও সংক্রমণ হয়েছে কি না, তা দেখার জন্য মসজিদের পাশেই একটি অস্থায়ী চিকিৎসা শিবির গড়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে একই সঙ্গে শারীরিক পরীক্ষা চলছে দিল্লির নিজামুদ্দিন এলাকার ১৭৫ জনের। দেশে এই প্রথম এত জন করোনা-সন্দেহভাজনদের একসঙ্গে নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। এঁদের অনেকে করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রশাসনের আশঙ্কা। সেই আশঙ্কা সত্যি হলে দেশে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে যেতে পারে অনেকটাই৷