Barak UpdatesHappeningsBreaking News
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে দিলেন হিমন্ত
ওয়েটুবরাক, ১৮ সেপ্টেম্বরঃ কোভিড সেরে গিয়েছে, এমন ভাবার কোনও কারণ দেখছেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বরং তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথাই শোনালেন তিনি। বলেন, আমেরিকাও এখন আর মাস্ক পরার দরকার নেই বলে ঘোষণা করেছিল। এখন সেখানে তৃতীয় ঢেউ হানা দিয়েছে। এর পরই মানুষ ফের মাস্ক পরতে শুরু করেছেন। এর মধ্য দিয়ে তিনি অসমবাসীকে মাস্ক নিয়ে সতর্ক করে দেন।
আজ শনিবার রেডক্রশ সোসাইটির মাল্টি-ইউটিলিটি বিল্ডিঙের শিলান্যাস করেন। মেডিক্যাল কলেজের শিশুবিভাগে চল্লিশ শয্যার আইসিইউ উদ্বোধন করেন। দুই জায়গাতেই তিনি বলেন, কোভিডের কত ঢেউ চলবে, কে জানে। নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে ফিরে আসছে এই ভাইরাস। সে জন্যই তাঁর সরকার স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করার ওপর গুরুত্ব দিয়েছে। আইসিইউ-র শয্যা বাড়ানো হচ্ছে। অক্সিজেনের মজুত ভাণ্ডার গড়ে হচ্ছে। তিনি দাবি করেন, প্রথম ঢেউয়ের অভিজ্ঞতা থেকেই দ্বিতীয় ঢেউ ভালো সামলানো গিয়েছে। মৃতের হার এক শতাংশেরও কমে আটকে রাখা গিয়েছে। এর দরুন তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় অধিকতর কাজকর্ম চলছে। আরও আইসিইউ, আরও অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে। তাঁর কথায়, এ সবের একটা ভালো দিকও রয়েছে। করোনা সেরে গেলে এগুলি সাধারণ রোগীদের সেবায় ব্যবহৃত হবে। তাতে পরিকাঠামোগত সমস্যা অনেক মিটে যাবে।