Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ রেলস্টেশনে আটক রোহিঙ্গা যুবক
ওয়েটুবরাক, ১২ নভেম্বর : বাংলাদেশের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ত্রিপুরা হয়ে দিল্লি যাওয়ার পথে করিমগঞ্জে ধরা পড়ল এক যুবক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মোহাম্মদ হাসিম৷ ২৬ বছরের যুবকটির আগরতলা রেল জংশন থেকে টিকিট কেটেছিল৷ প্রথমে বদরপুর নামার কথা ছিল তার৷ সেখান থেকে অন্য ট্রেনে দিল্লিতে যেত৷ কিন্ত ট্রেনটি করিমগঞ্জ স্টেশনে দাঁড়ালে নেমে খাবার কিনতে গিয়ে বিপাকে পড়ে ।
রোহিঙ্গা যুবকটিকে দেখে সন্দেহ জাগে রেল জংশন এলাকার যুবকদের । তারা সঙ্গে সঙ্গে তার বাড়িঘর জানতে চাইলে সে জানায়, দিল্লিতে থাকে। তবে হিন্দিতে প্রশ্ন করলে উত্তর দিতে পারেনি। পরে জানায়, তার বাড়ি বাংলাদেশ। সঙ্গে সঙ্গে তাকে আটক করে তারা জিআরপিএফের হাতে তুলে দেন । পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পারে, তার বাড়ি বাংলাদেশের শরণার্থী শিবিরে৷ তবে কোন শিবিরে তা স্পষ্ট করে বলতে পারেনি । তার বক্তব্য, সে কাজের সন্ধানে ভারতে এসেছে ।