Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জ কলেজের প্ল্যাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠান শুরু
ওয়ে টু বরাক, ১৯ এপ্রিল : করিমগঞ্জ কলেজের প্লাটিনাম জুবিলির তিন দিনব্যাপী সমাপন অনুষ্ঠান শুরু হল বুধবার। এ দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনায় ছিল অভিবাদন। এনসিসি ক্যাডাররা বিশেষভাবে অভিবাদন জানান আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থকে।
পরবর্তীতে মূল অনুষ্ঠানের শুরুতে উত্তরীয় দিয়ে অতিথিদের উষ্ণ সম্মান জানানো হয়। কলেজের প্লাটিনাম জুবিলি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ, শিলচর এনআইটির সঞ্চালক রজত গুপ্ত, করিমগঞ্জের পুরপতি রবীন্দ্র কুমার দেব, এএসটিসির অধ্যক্ষ মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট ব্যক্তিত্ব সতু রায় প্রমুখ।
কলেজের ৭৫ বছর উদযাপন উপলক্ষে কলেজ পড়ুয়ারা প্রদর্শনমূলক কার্যক্রম তুলে ধরেন যা সবাইকে আকর্ষিত করে। ২১ এপ্রিল পর্যন্ত চলবে প্লাটিনাম জুবিলির শেষ কার্যক্রম। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ ডঃ রামানুজ চক্রবর্তী।