Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে জন্ম দিলেন কারাবন্দি রোহিঙ্গা প্রসূতি

ওয়েটুবরাক, ৯ জুলাই : এক পক্ষকালের মধ্যে করিমগঞ্জ জেলে দুজন নতুন ‘অতিথি’র আগমন ঘটেছে। একজনের নাগরিকত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই৷ কারণ তাদের বাড়়ি করিমগঞ্জ শহরের নিকটবর্তী টিল্লাবাজার এলাকায়৷কিন্তু অন্যজনের মা-বাবা যে মায়ানমারের বাসিন্দা ! সে আবার জন্ম নিয়েছে করিমগঞ্জ জেলের ঠিকানায়৷ তাই এই রোহিঙ্গা সদ্যোজাতকে নিয়েই চর্চা করিমগঞ্জ জুড়ে।

Rananuj

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের কক্সবাজার ক্যাম্প থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকে ১৪ জনের এক রোহিঙ্গা দল৷ তারা পরে আগরতলা থেকে অসমে প্রবেশের সময় চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ে৷ আদালতের নির্দেশে সবাইকে করিমগঞ্জ জেলে পাঠানো হয়৷ ওই দলেই ছিলেন অন্তঃস্বত্ত্বা রশিদা বেগম, তাঁর স্বামী ও তিন সন্তান৷

গত মঙ্গলবার রোহিঙ্গা রশিদার প্রসব যন্ত্রণা শুরু হলে তাঁকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই কাল বৃহস্পতিবার সিজারিয়ান পদ্ধতিতে তিনি জন্ম দেন এক কন্যাসন্তানের৷

রশিদার এই কন্যাসন্তান কি লাভ করতে পারবে  ভারতের নাগরিকত্ব? ভারতের সংবিধানে জন্মসূত্ৰে নাগরিকত্ব লাভ করার বিধান বর্ণিত আছে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাইর মধ্যে ভারতে জন্ম লাভ করা শিশুরা পিতামাতার নাগরিকত্ব সূত্ৰে লাভ করবে ভারতের নাগরিকত্ব। ১৯৮৭-র ১ জুলাই থেকে ২০০৪ সালের থেকে ৩ ডিসেম্বর অবধি ভারতে জন্ম লাভ করা যে কোনও শিশুর পিতামাতার একজন হলেই সে ভারতীয় নাগরিক৷ এর পরে ভারতে জন্ম লাভ করা শিশুদের পিতামাতার যে কোনও একজনকে ভারতীয় নাগরিক হতে হবে, আর একজন যেন অবৈধ অনুপ্ৰবেশকারী না হন৷ রোহিঙ্গা সদ্যোজাতের বেলায় এই শর্ত পূরণ হয় না৷

প্রসঙ্গত, গত ২৬ জুন টিলাবাজারের হাসিনা খাতুন করিমগঞ্জ জেল হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন৷ কাল জন্ম হল রশিদা বেগমের শিশুকন্যার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker