NE UpdatesHappeningsBreaking News
কমলাক্ষ-সিদ্দেকদের বিধায়ক পদ খারিজে আদালতে যাচ্ছে কংগ্রেস
ওয়েটুবরাক, ৬ মে : কংগ্রেসের মনোনয়নে বিজয়ী হয়ে এখন অন্য দলে ভিড়েছেন, এমন বিধায়কদের সংখ্যা দিনদিন বেড়ে চলেছে। তাঁদের বিধায়ক পদ খারিজের দাবিতে এ বার আদালতে যাবে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক তথা অসম পর্যবেক্ষক জিতেন্দ্র সিংহ রবিবার গুয়াহাটিতে বলেন, এ ব্যাপারে তাঁরা বেশ কয়েক বার বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কিন্তু সাড়া মেলেনি। তাই তাঁদের সিদ্ধান্ত, এ নিয়ে হাই কোর্টে যাবেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়বেন।
কংগ্রেস কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দেক আহমেদ, শশীকান্ত দাস, শেরমান আলি পাঁচজন বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা চায়। তাঁরা বিরোধী দলে থেকে সরকারকে খোলামেলা সমর্থন করছেন, লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারে অংশ নিয়েছেন, কেউ কেউ রাজ্যসভা ভোটে দলীয় প্রার্থীকে ভোট দেননি।
দলবিরোধী কাজে সবশেষ অভিযুক্ত হন পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুল রসিদ মণ্ডল। তাঁকে দল কারণ দর্শানোর পাঠিয়েছে। তিনি জবাবও দিয়েছেন। তাঁর সেই জবাব খতিয়ে দেখা হচ্ছে বলে জিতেন্দ্র জানান।
এআইসিসির আর এক সাধারণ সম্পাদক অজয় কুমারের ভবিষ্যদ্বাণী, নরেন্দ্র মোদী এ বার আর ক্ষমতায় ফিরতে পারছেন না। ফলাফল প্রকাশের পরই হিমন্ত বিশ্ব শর্মা ঘরে ফিরতে চাইবেন। কিন্তু তাঁকে কোনও ভাবেই দলে ফেরানো হবে না।