NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
এগারো বছরের মেয়েকে বিয়ে করেছিলেন মোদি, বড়খলার সভায় অভিযোগ ভূপেন বরার
ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারিঃ বাল্যবিবাহ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর নির্দেশে দুদিন ধরে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাল্যবিবাহে অভিযুক্ত করেন। আকারেইঙ্গিতে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মরণ করিয়ে দেন, তাঁর দলের সর্বোচ্চ নেতাই বাল্যবিবাহে উতসাহিত করেছেন।
তিনি শনিবার বড়খলা বিধানসভা এলাকায় এক সভায় বক্তৃতা করছিলেন। বরা বলেন, 20 বছর আগে কে কত বছরের মেয়েটে বিয়ে করেছিলেন, সে সব খুঁচিয়ে বার করে মানুষদের গ্রেফতার করা হচ্ছে। এতদিন ধরে সুন্দর সংসার করে তাদের ছেলেমেয়েদেরও এখন বিয়ের বয়স হয়েছে। অনেকে ছেলেমেয়েদের বিয়ে দিয়েছেন। এখন পুলিশ গিয়ে তাদের ধরে আনছে। এগুলির মাধ্যমে মানুষকে অহেতুক হেনস্তা করা হচ্ছে বলেই উল্লেখ করেন কংগ্রেস সভাপতি।
তাঁর কথায়, 20 বছর ধরে রাজ্যের মন্ত্রিসভায় রয়েছেন, বাল্যবিবাহগুলি যখন হচ্ছিল, তখন মন্ত্রী হিসেবে কী করছিলেন তিনি। নীরবে ওই সব বিয়েকে সমর্থন করার অভিযোগ করে ভূপেন বরা হিমন্তকে গ্রেফতারের দাবি জানান।
মোদির বিয়ের সময় যশোদাবেনের বয়স নিয়ে দুদিন ধরেই সামাজিক মাধ্যনে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে। তবে ভূপেন বরার এগারো বছরের তথ্যের সত্যতা নিয়েও সংশয় রয়েছে।