India & World UpdatesBreaking News
এক রূপান্তরকারীকে টিকিট দিলেন মায়াবতী
১৭ মার্চ : রূপান্তরকামী এক প্রার্থীকে টিকিট দিয়ে গোটা দেশের নজর কাড়লেন বিএসপি নেত্রী মায়াবতী। কাজল নায়েকের স্বপ্ন ছিল নির্বাচনে দাঁড়ানোর। কিন্তু রূপান্তরকারী হওয়ার জন্য কোনও দল তাঁকে প্রার্থী করতে রাজি ছিল না। এরপরই কাজলের প্রার্থী হওয়ার স্বপ্নপূরণ করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী।
ওড়িশার কোরেই লোকসভা আসন থেকে বিএসপির হয়ে লড়বেন কাজল। ভোটে লড়ার সুযোগ করে দেওয়ায় মায়াবতী ও বিএসপিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএসপি টিকিট দেওয়ায় আমি খুশি। আগে বহু রাজনৈতিক দলের কাছে ছুটে গিয়েছি। কিন্তু কেউ আমার আবেদনকে গুরুত্ব দেয়নি। রূপান্তরকারী সম্প্রদায়ের তরফে আমার উপর আস্থা রাখায় বিএসপির কাছে আমি কৃতজ্ঞ।’
সমাজকর্মী হিসেবে পরিচিত কাজল রূপান্তরকারী অ্যাসোসিয়েশনের সভাপতি। রূপান্তরকারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন তিনি। তাঁর কর্মকাণ্ড মূলত জয়পুর কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ। তাঁর কথায়, এই অঞ্চলে তুলে ধরার জন্য অনেক বিষয় রয়েছে। রূপান্তরকারী তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়।‘
ওড়িশার বিএসপি নেতা ক্রুষাণ চন্দ্র সাগারিয়া জানান, সব সম্প্রদায়ের সামাজিক ক্ষমতায়নে বিশ্বাসী বহুজন সমাজ পার্টি। তাই কাজল নায়েককে টিকিট দেওয়া হয়েছে। রূপান্তরকারীদের প্রগতির জন্য তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে।