Barak UpdatesHappeningsBreaking News
উনিশে মে-তে শহিদ পত্নী ধনকুমারী সূত্রধরের খোঁজ নিলেন প্রাক্তন পুর কমিশনার
২০ মে : উনিশে মে ভাষা শহিদ দিবসে শহিদ পত্নী ধনকুমারী সূত্রধরকে বাড়ি গিয়ে দেখে এলেন প্রাক্তন পুর কমিশনার গোপীকা দেব। এ দিন কমিশনারের সঙ্গে গিয়েছেন তাঁর স্বামী চিন্ময় দেব সহ এলাকার আরও কয়েকজন। গোপীকা দেব ব্যক্তিগত উদ্যোগে ধনকুমারী সূত্রধরকে তাঁর প্রয়োজনীয় কিছু সামগ্রী ও ফলমূল দিয়ে এসেছেন। পরে বিজেপির এই প্রাক্তন কমিশনার জানান, তাঁর ওয়ার্ডেই থাকেন শহিদ পত্নী। তিনি সময়ে সময়ে গিয়ে তাঁকে দেখেও আসেন। মঙ্গলবার শহিদ দিবসে তিনি শ্রীমতি সূত্রধরকে শ্রদ্ধা জানিয়ে শহিদ তর্পণ করেছেন।
অন্যদিকে শহিদ দিবসে ১১ শহিদকে স্মরণ করে গোপীকা দেব ও তাঁর স্বামী এলাকার কয়েকটি বাড়ি ও রাস্তার পাশে দাঁড়িয়ে পথচারীদের মধ্যে কয়েক প্যাকেট মোমবাতি বিতরণ করেছেন। চিন্ময় বাবু বলেন, শহিদ দিবসের সন্ধ্যায় যাতে সবাই ঘরে ঘরে মোমবাতি জ্বালিয়ে দেন, তার জন্যই এই প্রয়াস তাঁরা নিয়েছেন। তিনি বলেন, লকডাউন থাকলেও সরকারের সব গাইডলাইন মেনে প্রত্যেকে নিজেদের বাড়িতে শহিদদের শ্রদ্ধা জানানো উচিত। আর তা এ শহরের প্রতিটি মানুষ করেছেন বলেই তাঁর দৃঢ় বিশ্বাস।