Barak UpdatesHappeningsBreaking News

উধারবন্দে রাহুল রায়কেও গুরুত্ব দিচ্ছে বিজেপি

ওয়েটুবরাক, ২৭ মার্চ: উধারবন্দে বিজেপি টিকিটের দাবিদার ছিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়৷ দল টিকিট দূরে থাক, রাহুলবাবুকে প্রাথমিক সদস্যপদ দিতেই অস্বীকার করে৷ অসংখ্য দাবিদারের মধ্য থেকে বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোমকেই বেছে নেওয়া হয়৷ উধারবন্দে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হয়েছেন রাহুল রায়৷ এতদিন মিহিরবাবু ভোটের মাঠে তাঁকে একেবারে গুরুত্ব দিতে চাননি৷ বরং তিনি আর কত ভোট পাবেন বলে উড়িয়ে দিয়েছিলেন৷ কিন্তু আজ শনিবার হিমন্ত বিশ্ব শর্মার জনসভায় রাহুল রায়কে বেশ গুরুত্ব দেওয়া হয়৷ মন্ত্রীর বক্তৃতার আগে প্রায় সব বক্তাই রাহুলবাবুর সমালোচনায় মুখর হন৷

শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব বলেন, আলগাপুর, শিলচরেও টিকিট চেয়েছিলেন তিনি৷ সাহস করেননি৷ আসেন উধারবন্দে৷ তাঁর ধারণা, এখানকার মানুষ রাজনীতি বোঝেন না৷ তাঁকে জিতিয়ে দেবেন উধারবন্দের সাদাসিধে জনতা৷ আরেক বিজেপি নেতা হেমাঙ্গশেখর দাস চড়া সুরে প্রতুল দেব হত্যার কথা টেনে আনেন৷ বলেন, “কীভাবে কী ঘটেছিল, আমরা জানি৷ উধারবন্দে ওই ধরনের আইনশৃঙ্খলাহীনতা কায়েম হতে দেব না আমরা৷” তিনি রাহুলকে বহিরাগত বলে উল্লেখ করে আহ্বান জানান, “বহিরাগতের বিরুদ্ধে স্থানীয়র লড়াইয়ে আপনারা বহিরাগতকে বিতাড়িত করুন৷”

গৌতম-তনয়কে মুখ খুললেন সাংসদ ডা. রাজদীপ রায়ও৷ বললেন, তাঁর বাবা বিজেপির টিকিটে কাটিগড়ায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ছেলে দাঁড়িয়ে পড়েছেন নির্দল হয়ে৷

আচমকা রাহুল রায়কে এত গুরুত্ব দেওয়া কেন? রাজনীতি সচেতন একজন শোনালেন, আসলে তাঁরা জানিয়ে দিয়েছেন, রাহুল রায়ও একজন প্রার্থী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker