NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উড়ালপুলে সিঙ্কিং জোন পেরোবে মহাসড়ক
ওয়েটুবরাক, ১৮ জুলাই : ধস নেমে মহাসড়কের বড় এক অংশ ধুয়েমমুছে সাফ হয়ে গিয়েছিল৷ ওই পথে মহাসড়ককে কী করে এগিয়ে নেওয়া, চিন্তায় ছিলেন সবাই৷ বিদেশি বিশেষজ্ঞরা দুই দফায় সেখানে গিয়ে মাটি পরীক্ষা করেন, নানা বিষয় খতিয়ে দেখেন৷ সবশেষে স্থির হয়, ওই পথে কোনও মতেই চার লেন সড়ক টেনে নেওয়া সম্ভব নয়৷ তাই তৈরি হবে উড়ালপুল৷ সিঙ্কিং জোনকে ছেড়ে দিয়ে অন্যত্র বসবে সুউচ্চ পিলার৷ এর ওপরেই তৈরি হবে উড়ালপুল৷ সমস্ত যানবাহন উড়ালপুলেই ওই জায়গা পেরিয়ে যাবে৷
আজ শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন৷ তিনি বলেন, উড়ালপুল সহ মহাসড়কের ওই অংশ নির্মাণের জন্য 1843 কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ এ ছাড়া, বালাছড়া-হারাঙ্গাজাও অংশের জন্য মঞ্জুর হয়েছে 880 কোটি টাকা৷ ওই অংশে 30 শতাংশ কাজ শেষ বলে জানিয়েছেন সাংসদ৷ যে টুকু কাজ শেষ হয়েছে, তা এক বিশেষজ্ঞ দল পাঠিয়ে পরিদর্শনের জন্য তিনি ভূতল পরিবহন মন্ত্রী নীতীন গাড়কারিকে চিঠি লিখেছেন৷ তাঁর দাবি, ওই দুই টুকরো কাজ শেষ হয়ে গেলে মহাসড়কে আর কোনও সমস্যা থাকবে না৷