Barak UpdatesHappeningsBreaking News

উচ্ছেদ হওয়া এলাকা ঘুরে দেখলেন এআইইউডিএফ বিধায়করা

ওয়েটুবরাক, ১৯ জুলাই : এআইইউডিএফের এক প্রতিনিধি দল মঙ্গলবার করিমগঞ্জ জেলার ইচাবিলে ব্যাপক উচ্ছেদ হওয়া এলাকা পরিদর্শন করে। পরে আসাম সরকারের কাছে তিন দফা দাবি রাখেন৷ সেগুলি হল, মেয়াদি পাট্টার জায়গা থাকার পরও যাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, অতি শীঘ্রই তাদের ঘর বানিয়ে দেওয়া হউক।

দ্বিতীয়ত, যারা দীর্ঘ দিন থেকে সরকারি জমির ওপর বসবাস করে আসছেন, তাদের ছয় থেকে সাত বিঘা করে জমি দেওয়া সহ ঘর বানিয়ে দেওয়া হোক, যত সময় পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া না হয় তত সময় পর্যন্ত তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে সরকারকে।

তৃতীয়ত, অনেকে আছেন যারা প্রধানমন্ত্রী গ্রামীণ যোজনায় এর ঘর পেয়েছেন, কেউ প্রথম কিস্তি, আবার কেউ দ্বিতীয় কিস্তি পেয়েছেন ৷ আবার অনেকের পুরো ঘরের কাজ শেষ হয়েছে, এসব যে ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদের ঘরও আবার অতিশীঘ্রই বানিয়ে দেওয়া হোক। একে সরকারি অপচয় বলেই উল্লেখ করেন৷ তারা একে অত্যন্ত দুর্ভাগ্যজনক।

আগামীকাল তাহারা গ্রাউন্ড রিপোর্ট মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। প্রতিনিধি দলে ছিলেন মানকাচার বিধানসভা সমষ্টির বিধায়ক তথা এআইইউডিএফ দলের সাধারণ সম্পাদক আমিনূল ইসলাম, করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রাক্তন সাংসদ তথা এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি রাধেশ্যাম বিশ্বাস, চেঙা বিধানসভা সমষ্টির বিধায়ক আশরাফুল হুসেন, হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক জাকির হুসেন লস্কর, এআইইউডিএফের করিমগঞ্জ জেলা কমিটি ও পাথারকান্দি সমষ্টির কর্মকর্তা এবং জমিয়ত উলামায়ে হিন্দের কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker