Barak UpdatesHappeningsBreaking News
আসাম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্সের উদ্যোগে শিলচরে নিঃশুল্ক গণিত কর্মশালা
ওয়েটুবরাক, ১৪ জুলাই : ছাত্রছাত্রীদের মধ্যে গণিতের প্রতি ভয় দূর করতে এবং স্কুল পড়ুয়াদের মধ্যে গণিত শিক্ষাকে আরো সহজতর করে তুলতে আসাম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্স তাঁর জন্মলগ্ন থেকেই নিঃস্বার্থ ভাবে আসামের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। এই উদ্দেশ্যেকেই সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও এরা আগামী ২০ আগষ্ট আসামের ৫২টি কেন্দ্রে তিনটি বিভাগে ম্যাথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। শিলচরের গুরুচরণ কলেজেও সেই একই দিনে পরীক্ষা শুরু হবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা নিজ নিজ নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করে গুরুচরণ কলেজের গণিত বিভাগে অথবা শিলচরে আসাম অ্যাকাডেমি অব ম্যাথমেটিক্সের কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে অ্যাকাডেমির কাছাড় জেলা শাখার উদ্যোগে গুরুচরণ কলেজেই আগামী ১৮ জুলাই থেকে ২২ জুলাই ৫ দিবসীয় ম্যাথমেটিক্স কর্মশালার আয়োজন করা হবে । ‘ক’ বিভাগে পঞ্চম-ষষ্ঠ, ‘খ’ বিভাগে সপ্তম-অষ্টম এবং গ বিভাগে ক্লাস নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। এই কর্মশালায় শুধুমাত্র ২০ আগস্ট অনুষ্ঠিত ম্যাথমেটিক্স পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা যোগদান করতে পারবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কল্লোল পাল । তাছাড়াও, শিলচর এনআইটি, চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউট, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়, শিলচর জিসি কলেজ এবং অন্যান্য ইনস্টিটিউট থেকেও প্রশিক্ষকরা থাকবেন।