Barak UpdatesHappeningsBreaking News

রাজ্য বাজেটে বরাক বঞ্চিতই, লিখেছেন দিলীপকুমার দে

//অধ্যাপক দিলীপকুমার দে//

Rananuj

১। জি সি কলেজ কে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করার জন্য আইন হবে, কিন্তু অর্থ সংস্থান রাখা নেই।
২। সারা আসামে ৫৩২০ জন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে, কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের কথা নেই।
৩। আগে ২১৪ টি হাইস্কুলকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করা হয়েছে, লক্ষ্য হল আরও ৭১৬টি।
৪। কলেজ শিক্ষকদের শূন্যপদ পূরণ হবে রাজ্য ভিত্তিতে বাছাই করে।
৫। চা বাগান অঞ্চলে ১০০ হাইস্কুল হবে।
শিক্ষকহীনতায় পাঠদান কীভাবে হবে তার কোনও বাক্য নেই। উল্লেখ্য, বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে।
ব্রহ্মপুত্র উপত্যকায় অনেক নতুন মেডিক্যাল কলেজ, কারিগরি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজের প্রস্তাব স্থান- নাম সহ বাজেটে উল্লেখ আছে। বরাকে নতুন একটিও নেই।
উল্লেখ্য, বরাক উপত্যকায় কোনও পর্যটন কেন্দ্রের উল্লেখ নেই, নদীর উপর নতুন কোনও সেতুর প্রস্তাব নেই। একমাত্র একটি উড়ালপুলের উল্লেখ আছে শিলচর-কালাইন সড়কের উপর।  শিলচরকে করপোরেশনে উন্নয়ন বা মিনি সচিবালয়ের জন্য কোনও টাকার সংস্থান খুজে পাওয়া গেল না।

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker