NE UpdatesHappeningsBreaking News

আলফাকে এখন আর সমস্যা বলে মনে করেন না হিমন্ত

ওয়েটুবরাক, ১৭ জুলাই : আলফাকে আর সমস্যা বলে মনে করেন না অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বললেন, এই ইস্যু এখন সমস্যার মধ্যে পড়ে কিনা দেখতে হবে৷ এটা আসলে একটা ভুল বোঝাবুঝি, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য৷ আলোচনায় বসলেই সে সব মিটে যাবে৷

আলোচনার মাধ্যমেই বিভিন্ন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমাবিবাদ মিটিয়ে নিচ্ছে অসম, দাবি করেন হিমন্ত৷ তিনি জানান, অরুণাচল প্রদেশের সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়েছে৷ ৮৬ গ্রাম নিয়ে বিরোধ ছিল৷ শুরুতেই অর্ধেক মিটে গিয়েছে৷ ১৫ সেপ্টেম্বরের আগে আরও কিছু মিটে যাবে৷ মেঘালয়ের সঙ্গে বিবাদেরও অবসান ঘটেছে৷ মিজোরাম বিবাদ মেটাতে কথাবার্তা চলছে৷ কয়েকদিনের মধ্যে সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা আইজলে যাবেন৷ মন্ত্রী পর্যায়ের বৈঠক করবেন৷ তবে নাগাল্যান্ডের সঙ্গে সীমাবিবাদের নিষ্পত্তির জন্য হিমন্ত আদালতের ওপর নির্ভর করছেন৷ বলেন,  সেখানে আলোচনায় সমাধান আশা করা যায় না৷ তবে নতুন করে যাতে বিবাদের সৃষ্টি না হয়, সে ব্যাপারে উভয় রাজ্য তৎপর রয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker