India & World Updates

আরবের পর রাশিয়াও মোদিকে দিল সর্বোচ্চ অসামরিক সম্মান
After UAE, Russia honours PM Modi with its highest civilian award

১২ এপ্রিলঃ সংযুক্তি আরব আমিরশাহীর পর রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানের জন্য বেছে নিল।  আন্তর্জাতিক সম্মানে আরও এক পালক। ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকার বৃহস্পতিবার মোদিকে ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’ সম্মান দেয় রাশিয়া।

রুশ দূতাবাস জানিয়েছে, শুধু দু’দেশের মধ্যে কৌশলগত ব্যাপারেই নয়, রাশিয়া এবং ভারতের মানুষের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মোদি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আর সে কারণেই তাঁকে এই সম্মান প্রদান করা হল।

মোদি ছাড়াও বিদেশি হিসেবে বিভিন্ন সময়ে এই সম্মান পেয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েব এবং আজারবাইজানের প্রেসিডেন্ট গেদার অ্যালিয়েভ। এ মাসেই মোদি আরও একটি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। সংযুক্ত আরব আমিরশাহি তাদের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘জায়েদ মেডেল’ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তাঁর এই বিশেষ সম্মানপ্রাপ্তির জন্য অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker